SOME WORDS ABOUT US

Brand Story

প্রতিদিনের জীবনে আমরা এমন অনেক ছোট সমস্যা দেখি—হাইজিন, সেফটি, কনভিনিয়েন্স, বা সময়ের অভাব—যেগুলোর সমাধান খুব সহজেই সম্ভব, কিন্তু ভালো প্রোডাক্টের অভাবে মানুষ সেই অভিজ্ঞতা পায় না। এই সাধারণ সমস্যাগুলোর আধুনিক, সাশ্রয়ী ও দৃষ্টিনন্দন সমাধান দেওয়ার উদ্দেশ্যেই Nirbhar–এর জন্ম।

শুরুর দিনগুলোতে আমরা একটি সাধারণ লক্ষ্য নিয়ে কাজ শুরু করি—“বাংলাদেশের প্রতিটি পরিবারের জীবনকে আরও পরিষ্কার, আরও স্বাস্থ্যসম্মত, আরও স্মার্ট ও নির্ভার করে তোলা।”

চায়না ও অন্যান্য দেশ থেকে উচ্চমানের প্রোডাক্ট সংগ্রহ এবং কঠোর মান-নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা নিশ্চিত করি—
যে পণ্যটি আপনি ব্যবহার করবেন, তা শুধু প্রয়োজন মেটাবে না, বরং আপনার অভ্যাস, অভিজ্ঞতা এবং লাইফস্টাইলকে উন্নত করবে।

আজ নির্ভার শুধু একটি ব্র্যান্ড নয়—
এটি একটি কমিটমেন্ট,
একটি স্ট্যান্ডার্ড,
একটি অনুভূতি…

ABOUT

নির্ভার আধুনিক লাইফস্টাইল ও হোম-এসেনশিয়াল ব্র্যান্ড, যার লক্ষ্য ব্যস্ত জীবনের প্রতিটি কাজে আনে সুবিধা, সুরক্ষা ও স্মার্ট সমাধান এবং ক্রিয়েট করে স্পেশাল ফিল বা মুহুর্ত যা জীবনকে দেয় লাক্সারী আর আরামদায়ক প্রাশান্তি।

আমরা বিশ্বাস করি, ছোট ছোট দৈনন্দিন অভ্যাসই একজন মানুষের জীবনকে সহজ, স্বাস্থ্যসম্মত এবং আরও উন্নত করতে পারে। সেই ভাবনা থেকেই নির্ভারের যাত্রা শুরু।

আমরা উচ্চমানের, প্রযুক্তি-ভিত্তিক ও নান্দনিক হোম-প্রোডাক্ট বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিই—যাতে আপনার পরিবার পায় আরও নিরাপদ, আরও হাইজেনিক এবং আরও স্মার্ট লাইফস্টাইল।প্রতিটি পণ্যের পেছনে রয়েছে কঠোর মান-নিয়ন্ত্রণ, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং ডিজাইনের প্রতি বিশেষ যত্ন।

নির্ভার

Smart Life Everyday

  

 

Our Vision

বাংলাদেশে সবচেয়ে বিশ্বস্ত ও উদ্ভাবনী Home & Lifestyle ব্র্যান্ড হিসেবে গড়ে ওঠা, যেখানে প্রতিটি মানুষ পাবেন মানসম্মত, নিরাপদ, সাশ্রয়ী ও আধুনিক লাইফস্টাইল সলিউশন—একদম নির্ভার মনে।

  

 

 

Our Mission

Founder Message – From the Desk of the Founder

আসসালামু আলাইকুম,
আমি Md. Alamin Islam, নির্ভারের প্রতিষ্ঠাতা।
নির্ভার শুরু করার পেছনে আমার একটাই উদ্দেশ্য ছিল—বাংলাদেশের মানুষ যেন নিত্যদিনের প্রয়োজনীয় পণ্যে মান, নিরাপত্তা ও বিশ্বাসের নিশ্চয়তা পায়।
আমরা যে পণ্যে নিজের পরিবারকে নির্ভর করতে দিই, সেই একই পণ্যে আপনাদের পরিবারও নির্ভার থাকতে পারুক—এই বিশ্বাস থেকেই আমাদের যাত্রা।
প্রতিটি প্রোডাক্টের ক্ষেত্রে আমার ব্যক্তিগত অঙ্গীকার হলো:

  • সঠিক মান
  • সঠিক দাম
  • সঠিক সার্ভিস
  • এবং গ্রাহকের জন্য সম্পূর্ণ নির্ভরযোগ্য অভিজ্ঞতা
    নির্ভার শুধু একটি ব্র্যান্ড নয়—এটি একটি প্রতিশ্রুতি।

আপনাদের আস্থা, ভালোবাসা ও পরামর্শই আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে।
শুভেচ্ছান্তে,
Md. Alamin Islam
Founder, Nirbhar
www.nirbharbd.com

Core Values – Nirbhar